ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে: গণফোরাম

0

গণ-অবস্থান কর্মসূচিতে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, সেই পাকিস্তান আমল থেকে গণতন্ত্রের সংগ্রাম করে আসছি। ভেবেছিলাম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর এই সংগ্রাম শেষ হয়েছে।

কিন্তু কষ্ট নিয়ে বলতে হয় আজ এই গণ-অবস্থান কর্মসূচি করছি গণতন্ত্রের জন্য।

তিনি বলেন, এই কর্মসূচি কাদের বিরুদ্ধে? যারা ২০১৪ ও ২০১৮ সালে জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে। কোনো অগণতান্ত্রিক সরকার কল্যাণমুখী রাষ্ট্র গড়তে পারে না। এই সরকারের উন্নয়নের গল্প জনগণকে লুটপাট করার জন্য, জনগণের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য নয়।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াসহ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই শুরু হয়েছে, ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণ-অবস্থান কর্মসূচি পালন করে গণফোরাম। এতে সভাপতিত্ব করেন গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু।

গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, সুশাসন ও গণতন্ত্র অচল করে এই কর্তৃত্ববাদী সরকার জনগণের সুখ-শান্তি বিনষ্ট করেছে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতা দখল করার নীলনকশা সাজিয়েছে।

ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতার দম্ভে আপনারা ভুলে গেছেন, এদেশের জনগণ কোনোদিনই দুর্নীতিবাজ গণবিরোধী সরকারকে মেনে নেয়নি। এবারও আপনাদের মানবে না। যদিও আপনারা জনগণের ক্ষমতা কুক্ষিগত করে অবৈধভাবে টিকে আছেন, এটা লজ্জার। অবিলম্বে আপনাদের দুঃশাসন হটাতে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে গণফোরাম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com