‘দলীয় বিবেচনায় চাকরি ও পদোন্নতি দেয়ায় যোগ্যরা বঞ্চিত হচ্ছে’

0

দলীয় বিবেচনায় চাকরি ও পদোন্নতি দেয়ায় যোগ্য ও মেধাবীরা বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি আরো বলেন, এ সরকারের আমলে পেশাজীবীরা সবচেয়ে বেশি নিগৃহীত। ভিন্ন মতের হাজার হাজার পেশাজীবীকে চাকরিচ্যুত করা হয়েছে। বহু পেশাজীবীকে গুম ও খুন করে হয়েছে। মামলা দিয়ে ঘর ছাড়া করা হয়েছে আরো অনেককে। তাই আজ ক্ষতিগ্রস্ত ও বিক্ষুব্ধ পেশাজীবীদের ঢ্ল নেমেছে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে।

বুধবার সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশ শেষে দলটি বিক্ষোভ মিছিল করে। এরপর বিএনপি আয়োজিত গণঅবস্থান কর্মসূচিতে গিয়ে তারা সংহতি প্রকাশ করে।

জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত পেশাজীবীরা ইস্পাত-দৃঢ় ঐক্য নিয়ে রাজপথে থাকবে।

তিনি আরো বলেন, ‘এই নিশি রাতের সরকার জনগণের সকল অধিকার ছিনিয়ে নিয়েছে। সেজন্য মানবাধিকার নিশ্চিত, বিচার বিভাগের স্বাধীনতা ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আদায়ের দাবিতে জনগণ আজ ঐক্যবদ্ধ। পেশাজীবীরাও জনতার কাতারে শামিল হয়েছে। আমাদেরকে পেশাজীবী ও জনতার ঐক্য গড়ে তুলে এই সরকারকে বিদায় দিতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএসপিপির সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী, অ্যাডভোকেট এ জে মোহাম্মাদ আলী, ডা. এম এ কুদ্দুস, প্রফেসর ডা. সিরাজ উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, প্রফেসর ডা. আজিজুল হক, প্রফেসর ড. লুৎফর রহমান, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রফেসর ড. শামসুল আলম সেলিম, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, প্রফেসর ডা. রফিকুল ইসলাম, ডা. আবদুস সালাম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com