পরিবেশ নষ্ট করে সুন্দর শহরের স্বপ্ন দেখানো লজ্জাহীন মানুষেরা শুনবেন কি ?

0

আফসানা বেগম : ধুলোডোবা শহরের বিষণ বিল্ডিংগুলোর মাঝখান দিয়ে যেটুকু ধুসর আকাশ দেখা যেতো, তাও আপনারা সাদাকালো পোস্টারে ঢেকে দিয়েছেন। কোথাও দড়ি ছিঁড়ে মাটিতে গড়াচ্ছে, কোথাও গিয়ে পড়েছে ড্রেনে। জিতলেও, আর না জিতলেও— এসব পরিষ্কার করতে আপনাদেরকে কামনা করা অবান্তর। প্লাস্টিকে মোড়ানো কুৎসিত জিনিসগুলো তখন ড্রেনে আটকে আপনাদের উন্নয়নের জলাবদ্ধতার কথা জানাবে।

ওদিকে, রাস্তায় চালাচ্ছেন হুঙ্কারের মতো মিথ্যা প্রতিশ্রুতির ভাঙা রেকর্ড। পরিবেশ নষ্ট করে সুন্দর শহরের স্বপ্ন দেখানো লজ্জাহীন মানুষেরা, বিশ্রী অপচয় না-করে আপনাদের ভোট চাওয়ার হাতিয়ার, মশা তাড়িয়ে দেখাতেন, অন্তত শহরের কিছু অংশের? ভোট এমনিতেই তখন আপনার নামে লেখা হয়ে যেতো। তবে মশা মারতে ব্যাটের বিক্রির ঊর্ধ্বগতিও হয়তো আপনাদের বাণিজ্যের সফলতা বোঝায়। আর আমাদের শুধু সুনীল হতে ইচ্ছা করে, নাদের আলী, আমি আর কতো কামড় খাবো?

আমার ব্যাট প্রত্যেকটা গুনগুনানো মশাকে পুড়িয়ে আমাকে ব্যাটমিন্টন চ্যাম্পিয়ন বানালে তারপর তুমি আমাকে মশাবিহীন মহল্লা দেবে? ফেসবুক থেকে

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com