বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগ সেক্রেটারির বিরুদ্ধে কলেজছাত্রী অপহরণের অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে (১৮) অপহরণের অভিযোগে মামলা হয়েছে। ছাত্রীর বাবা মঙ্গলবার রাতে ধুনট থানায় ছাত্রলীগ নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করেন।
পুলিশ বুধবার বিকালে বগুড়ার আদালত এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করলেও ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ ও এজাহার সূত্র জানায়, ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল সালেহ স্বপন উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে। ধুনট সদরপাড়ার এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। গত সোমবার বিকালে তিনি বাড়ির কাছে রাস্তায় পায়চারি করছিলেন।
সরকারপাড়ার দিকে গেলে ছাত্রলীগ নেতা আবু সালেহ স্বপন ও তার সহযোগীরা তাকে অপহরণ করে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যান। মঙ্গলবার রাতে ছাত্রীর বাবা ধুনট থানায় স্বপনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
ঘটনার পর স্বপন ফোন বন্ধ রেখে আত্মগোপন করেন। তবে তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন, ‘আমার বউ আমি নিয়ে গেছি। অপহরণ করা হয়নি’।