যুক্তরাজ্যে অবস্থিত ৩ মার্কিন বিমানঘাঁটির ওপর রহস্যময় ড্রোনের আনাগোনা

0

যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি বিমানঘাঁটির ওপর ও আশপাশের এলাকায় রহস্যজনক একাধিক ছোট মানুষবিহীন ড্রোন দেখা গেছে। তবে ড্রোনগুলো কাদের তা এখনো জানা যায়নি।

রোববার মার্কিন বিমানবাহিনী (ইউএসএএফ) এসব তথ্য নিশ্চিত করেছে।

তাদের দাবি, গত এক সপ্তাহ ধরে ছোট ছোট এই ড্রোনগুলোকে যুক্তরাজ্যের অন্তত তিনটি বিমানঘাঁটির ওপর ঘুরতে দেখা গেছে। যুক্তরাজ্যের পূর্ব দিকে অবস্থিত তিনটি সেনাঘাঁটিতে এই ড্রোন দেখা গেছে। ড্রোনগুলো কাদের, কেন তা বিমানঘাঁটির ওপরে ঘুরছে, সবই এখনো অজানা।

২০ থেকে ২২ নভেম্বরের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ড্রোনগুলো কোনো অসৎ উদ্দেশ্যে পাঠানো হয়েছিল কি না, তা-ও এখনো স্পষ্ট নয়।

যুক্তরাজ্যের বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনগুলোর বিষয়ে সমস্ত তথ্য এখনই তারা প্রকাশ্যে আনবে না। বিমানঘাঁটিগুলোকে রক্ষা করা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। কেউ চাইলেই যুক্তরাজ্যের বিমানঘাঁটির নিরাপত্তা ভাঙতে পারবে না বলে জানানো হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে বলেও জানানো হয়েছে।

যে তিনটি বিমানঘাঁটির ওপর ড্রোন ঘুরতে দেখা গেছে, তার একটিতে ৪৮টি ফাইটার প্লেন বা যুদ্ধবিমান আছে। ইউরোপের যে কোনো জায়গায় কমব্যাটে যাওয়া সম্ভব এখান থেকে।

দ্বিতীয় বিমানঘাঁটিতে যুদ্ধবিমানের তেল ভরার জায়গা তৈরি করা আছে। সেই দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি। আর তৃতীয় ঘাঁটিতে সেনাবাহিনীর থাকার জায়গা, স্কুল সব আছে।

গত সপ্তাহেই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র দেওয়া মিসাইল নিয়ে রাশিয়ায় আক্রমণ চালিয়েছে ইউক্রেন। তার ঠিক পরেই যুক্তরাজ্যের বিমানঘাঁটির ওপর ড্রোন দেখা গেছে। এই দুই ঘটনার মধ্যে কোনো যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com