বজ্রধ্বনি শুনলে যে দোয়া পড়বেন
ঝড়-বৃষ্টির সময় আকাশে বিকট শব্দে বজ্রধ্বনি শোনা যায়। এসব বজ্রধ্বনিতে অনেক মানুষ আহত ও নিহত হন। সম্প্রতি এর প্রভাব খুব বেশি। তাই আকাশে বজ্রের শব্দ শোনার সঙ্গে সঙ্গে একটি দোয়া পড়া খুবই জরুরি। আর তাতে এ বজ্রধ্বনির ক্ষতি থেকে বেঁচে থাকা সম্ভব। হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসান্নাফে ইবনে আবি শায়বায় এ দোয়াটি তুলে ধরা হয়েছে। তাহলো-
سُبْحَانَ الَّذِىْ َيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلاَئِكَةُ مِنْ خِيفَتِهِ
উচ্চারণ : ‘সুবহানাল্লাজি ইয়ুসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালায়িকাতু মিন খিফাতিহি।’
অর্থ : ‘পবিত্রতা তাঁর বজ্রধ্বনি তাঁর সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে, ফেরেশতারাও তাই করে তার ভয়ে।’ (মুসান্নাফে ইবনে আবি শায়বা)
সুতরাং বজ্রের বিকট শব্দ শোনার সঙ্গে সঙ্গে হাদিসে উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়া। বজ্রের অনিষ্টতা থেকে বাঁচতে মহান রবের তাসবিহ তথা প্রশংসা করা। যে প্রশংসা মানুষকে বজ্রের ক্ষতি থেকে হেফাজত করবে।
আল্লাহ তাআলা সবাইকে বজ্রের ক্ষতি ও অনিষ্টতা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।