নতুন মামলায় আমু-ইনুসহ পাঁচজনজনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত

0

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুসহ পাঁচজনকে রাজধানীর পৃথক চার থানার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান উভয়পক্ষের শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসান। গতকাল সকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা পৃথকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানার আমির হোসেন হত্যা মামলায় হাসানুল হক ইনু ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে, তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় রমিজ উদ্দিন হত্যা মামলায় আমির হোসেন আমু, জাহাঙ্গীর আলম ও জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মোহাম্মদপুর থানার মো. আল শাহরিয়ার হোসেন হত্যা মামলায় হাসানুল হক ইনুকে, মিরপুরে শিশু মিজানুর রহমান হত্যা ও আজাদ হোসেন হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

হত্যা মামলায় সাবেক আইজিপি মামুন তিন দিনের রিমান্ডে : রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশে পরিদর্শক মো. মাহমুদুর রহমান তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com