কুমিল্লার বুড়িচং উপজেলায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত ৭

0

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী একটি অটোরিকশায় সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের আছমত আলীর ছেলে রফিক মিয়া, একই এলাকার আ. মালেকের স্ত্রী লুৎফা বেগম, তৈয়ব আলীর ছেলে সানু মিয়া, আলী আশ্রাফের স্ত্রী সফরজান বেগম, মনির মিয়ার ছেলে সাজু মিয়া, বাকশিমুল গ্রামের আলী আহমদ ও পাশের খোদাইধুলি গ্রামের হোসনে আরা বেগম।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকার রেলক্রসিংটি অতিক্রম করছিল। এ সময় অবৈধভাবে যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার ৪ যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com