প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও বিপ্লব হতে পারে: জনপ্রশাসন কমিশন প্রধান
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও বিপ্লব হতে পারে। এবারের বিপ্লবে তেমন কিছু হয়নি কিন্তু ফের বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।
আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, এখন কিন্তু মানুষ আর আগের মতো নাই। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে। মানুষের ভাবনা, আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না। আমার ব্যবস্থা আমাকে নিতে হবে। মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেটা আমাদের চেষ্টা করতে হবে।
তিনি বলেন, ক্যাডার বৈষম্যটা আমাদের বিষয়বস্তু না। কিন্তু তাই বলে তো চোখ-কান বন্ধ করে রাখবো বিষয়টা এমন না। তারা যখন আমাদের সঙ্গে আলোচনা করবে কিছু হয়তো মতামত দিতে পারি সরকারকে। ক্ষমতাটা আমাদের নয়, ক্ষমতাটা রাষ্ট্রের। এ ক্ষমতা যদি আমার ক্ষমতা দেখাতে ব্যবহার করি তাহলে তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।
সরকারি কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার প্রশ্নে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আরও বলেন, এটা ঠিক না। আমি তো বিভিন্ন সরকারের আমলে চাকরি করেছি। আমি কোনোদিন কোনো কিছুতে কম্প্রোমাইজ করিনি। আমি তো সচিবও হয়েছি। প্রশাসন ক্যাডারে ঢুকেই যদি মনে করেন আমি সচিব হবো, সেটা তো ভুল। আমি শক্তভাবে না বলেছি। প্রয়োজনে ওএসডি করে দেন তবুও কম্প্রোমাইজ করতে পারবো না।