ঢাবিতে সংঘর্ষ: অংশ নিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারাও

0

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদেরও অংশ নিতে দেখা গেছে। তবে তাদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে ও সমর্থনে তারা মাঠে ছিল।

বৃহস্পতিবার (২৬ মে) সরেজমিনে টিএসসি, দোয়েল চত্বর, কার্জন হল, হাইকোর্ট এলাকায় ছাত্রলীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে মিছিল, স্লোগান ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা করতে দেখা যায়।

ছাত্রলীগের একটি অংশের দাবি, আসন্ন সম্মেলনকে ঘিরে নিজেদের কর্ম প্রয়াস দেখাতে সক্রিয়ভাবে আন্দোলনে মাঠে থাকছেন এসব নেতারা।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে সহ-সভাপতি তিলোত্তমা শিকদার, রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, বরিকুল ইসলাম বাঁধন, আইন সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন রহমান, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহীনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের দেখা গেছে।

এদের মধ্যে সহ-সভাপতি তিলোত্তমা শিকদারকে এক ভিডিওতে ছাত্রদলকর্মীকে লাঠি দিয়ে মারতে দেখা গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com