যেভাবে দোয়া করতে নিষেধ করেছেন নবিজী (সা.)

0

হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অনেকের দোয়া কবুল করেন। দোয়া করার সময় প্রবল আগ্রহ ও বিশ্বাস নিয়ে দোয়া করতে হয়। আল্লাহর কাছে দোয়া কবুল হবে মর্মেও প্রবল বিশ্বাস থাকতে হয়। দ্বিধা নিয়ে দোয়া করা উচিত নয়, নবিজী আস্থাহীনভাবে দোয়া করতে নিষেধ করেছেন। সেটি কী?

১. হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন  নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

‏ إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيَعْزِمْ فِي الدُّعَاءِ وَلاَ يَقُلِ اللَّهُمَّ إِنْ شِئْتَ فَأَعْطِنِي فَإِنَّ اللَّهَ لاَ مُسْتَكْرِهَ لَهُ

‘তোমাদের কেউ যখন দোয়া করে সে যেন দৃঢ়তা প্রকাশের মাধ্যমে দোয়া করে। আর সে যেন (এভাবে) না বলে যে, ‘হে আল্লাহ! যদি তুমি ইচ্ছা কর তবে আমাকে দান কর কেননা মহান ও সর্বশক্তিমান আল্লাহর জন্য কোনো বাধ্যকারী নেই।’ (মুসলিম)

২. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

إِذَا دَعَا أَحَدُكُمْ فَلاَ يَقُلِ اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ وَلَكِنْ لِيَعْزِمِ الْمَسْأَلَةَ وَلْيُعَظِّمِ الرَّغْبَةَ فَإِنَّ اللَّهَ لاَ يَتَعَاظَمُهُ شَىْءٌ أَعْطَاهُ

‘তোমাদের মধ্যে কেউ যখন দোয়া করে তখন সে যেন না বলে- হে আল্লাহ! আপনি যদি চান আমাকে মাফ করুন বরং সে যেন দৃঢ়তার সঙ্গে দোয়া করে। সে যেন আগ্রহ নিয়ে দোয়া করে। কেননা আল্লাহ তাআলা তাকে যা দান করেন তা আল্লাহ তাআলার কাছে তেমন কোন বিশাল জিনিস নয়।’ (মুসলিম)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, দৃঢ় আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করা এবং এরূপ বলবে না যে, আল্লাহ  যদি আপনি চান। বরং  প্রবল আস্থা এবং বিশ্বাসের সঙ্গে দোয়া করা। নবিজী বলেছেন-

৩. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যেন কখনো না বলে যে-

اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ اللَّهُمَّ ارْحَمْنِي إِنْ شِئْتَ

হে আল্লাহ! আপনি চাইলে আমাকে ক্ষমা করুনহে আল্লাহ! আপনি ইচ্ছা করলে আমার প্রতি দয়া বর্ষণ করুন।

বরং সে যেন অবশ্যই দৃঢ় সংকল্পের সঙ্গে দোয়া করে। কেননা, আল্লাহ তাআলা যা ইচ্ছা করতে পারেন। তাকে বল প্রয়োগকারী কেউ নেই।’ (মুসলিম)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে শেখানো নিয়ম অনুযায়ী প্রবল আগ্রহ ও বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com