নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

0

টাঙ্গাইলের কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে এক নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে।

বুধবার (১১ মে) সকালে উপজেলার নাগবাড়ি ইউনিয়নের পাইকড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই নারীর নাম লায়লা বেগম। তিনি পাইকড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে। সম্পর্কে তিনি অভিযুক্ত মোশারফ হোসেনের ভাগ্নী।

লায়লা বেগম জানান, ভিটেবাড়ি নিয়ে মোশারফ হোসেনের সাথে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে মোশারফ হোসেন তার লোকজন নিয়ে বুধবার সকালে তাকে মারপিট করে গাছের সাথে বেঁধে রেখে চলে যায়। এ সময় তার মেয়েকেও মারপিট করা হয়।

মোশারফ হোসেন এর আগে তাকে কুপ্রস্তাব দেয় বলেও অভিযোগ করেন লায়লা। তিনি মোশারফ হোসেনের বিচার দাবি করেন।

ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, আমার বাবা লায়লাকে পাঁচ শতাংশ জমি দেয়ার পরও সে পুরো বাড়ি লিখে নেয়ার জন্য চাপ দিচ্ছে। এ নিয়ে সে নানাভাবে অশান্তি করেই যাচ্ছে। সকালে মা ওই বাড়িতে কাঁঠাল পারতে গেলে লায়লা বাধা দেয়। তখন আমরা গিয়ে তাকে বেঁধে রেখে চলে আসি।

মোশারফ হোসেনের স্ত্রী শিল্পী আক্তার বলেন, বাড়ির লোভেই লায়লা নিজের ইজ্জতের দুর্নাম করছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, মামা-ভাগ্নীর মধ্যে এ ঘটনাটি ঘটেছে। তবে ঘটনাটি শোনামাত্রই আমাদের ফোর্স গিয়ে ওই নারীকে উদ্ধার করে। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com