অন্য জায়গায় বিয়ে দেওয়ায় কিশোরীর বাবাকে পেটালেন আ.লীগ নেতার ছেলে

0

স্ত্রী থাকার পরও প্রতিবেশী এক কিশোরীকে (১৬) বিয়ে করতে চেয়েছিলেন রাজশাহী নগরীর ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাবুর বড় ছেলে সাকিব (২০)। কিন্তু অন্য জায়গায় বিয়ে দেওয়ায় ওই মেয়ের বাবা ও প্রতিবেশীকে মারধরের খবর পাওয়া গেছে।

শনিবার (৭ মে) সন্ধ্যায় নগরীর মেহেরচন্ডী কড়াইতলা মোড়ে এ ঘটনা ঘটে। এতে শাহ আলমগীর (৩৭) ও মো. কালাম (৪০) নামের দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে কামালের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহত দুজনই মেহেরচন্ডি কড়ইতলার বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা চন্দ্রিমা থানায় একটি মামলা করেছেন।

ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ করে বলেন, ‘সাকিব বাবার প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার ভয়ে এলাকায় কেউ কিছুই করতে পারে না। সাকিব বিবাহিত, তার ঘরে পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এমনকি তার স্ত্রী অন্তঃস্বত্ত্বাও। এরপরও সে আমার মেয়েকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল।’

তিনি আরও বলেন, ‘সাকিবের বিষয়ে কারো কাছে সাহায্য চাইলে সবাই পিছিয়ে যায়। আওয়ামী লীগ নেতার ছেলে সাকিবকে কিছু বললে সমস্যা হবে, তাই কেউ এগিয়ে আসতে সাহস পায় না। এমনকি তার বাবাকে এ বিষয়ে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। এক প্রকার বাধ্য হয়েই পারিবারিক আলোচনা সাপেক্ষে ভালো ছেলে দেখে মেয়ের বিয়ে দিয়ে দেই। চাঁপাইনবাবগঞ্জ থেকে বরযাত্রী এসে বিয়ে করে মেয়েকে গাড়িতে উঠিয়ে দেই। এ সময় সাকিব ও তার দলবল এসে দেশীয় অস্ত্রসহ বরযাত্রীর গাড়িতে হামলা চালায়। মেয়েকে নিয়ে জামাইয়ের পরিবার কোনোরকম এলাকা ছেড়ে গেলেও সাকিব আমার বাড়িসহ আশেপাশের বাড়িতে হামলা চালায়। হামলায় দোকান-পাট ভাঙচুরসহ কয়েকজন গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী চন্দ্রিমা থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com