দিনাজপুরে আশ্রয়ণের ঘর দেওয়ার প্রলোভনে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগ

0

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পরিষদের নৈশপ্রহরী বেলাল হোসেনের (৪৫) বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূকে (২৫) যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ওই গৃহবধূ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন।

যৌন হয়রানির শিকার ওই গৃহবধূ বলেন, তার স্বামী ভ্যানচালক। তাদের কোনো জমি নেই। বন বিভাগের জমিতে তারা একটি ঘর করে থাকতেন। কিছুদিন আগে বন বিভাগ তাদের সেই ঘরটি ভেঙে দেয়। সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পেতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আসেন। তাদের সমস্যার কথা জানতে পেরে উপজেলা পরিষদের নৈশপ্রহরী বেলাল হোসেন তাদের উপহারের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সখ্যতা গড়ে তোলেন।

তিনি আরও বলেন, ঈদের দিন বিকেলে ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে বেলাল সেখানে যান। এসময় তাকে জাপটে ধরে যৌন হয়রানি করেন। ওই গৃহবধূ চিৎকার দিলে বেলাল পালিয়ে যান।

ওই গৃহবধূর স্বামী জানান, তারা ঈদের দিন সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোমের কাছে অভিযোগ দিয়েছেন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম বলেন, অভিযোগ পেয়েছি। আমি তাকে এরইমধ্যে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। সে অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com