নারী ফুটবলারকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

0

ময়মনসিংহের নান্দাইলে এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল ফকিরকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে গাজীপুরের টঙ্গী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ফয়সাল ফকির উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। সে পৌর শহরের পাছপাড়া গ্রামের লাল মিয়া ফকিরের ছেলে। এর আগে, ২২ এপ্রিল (শুক্রবার) দুপুর ১২টার দিকে পৌর শহরের নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের পেছনে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ২৩ ফেব্রুয়ারি ভুক্তভোগী নিজে বাদী হয়ে নান্দাইল থানায় অভিযোগ করেন। ভুক্তভোগীর দাবি, ‘ফয়সাল পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা হওয়া আগে থেকেই পরিচিত। ঘটনার দিন সকালে ফোন করে বলে, উপবৃত্তির ফরমে স্বাক্ষর দিতে হবে। তাড়াতাড়ি নান্দাইলের শহীদ স্মৃতি আদর্শ কলেজে আসতে বলে। এমন কথা শুনে কলেজের গেটে গিয়ে তাকে ফোন করি। ফোন করলে কলেজের পেছনে যেতে বলে। সেখানে যেতেই মুখ চেপে ধরে ফয়সাল। এ সময় চিৎকার করলে আশপাশে দুই তিন জন মানুষ আসতে চাইলে তাদের চাকু দেখিয়ে হত্যার হুমকি দিলে তারা পালিয়ে যায়। কলেজের পিয়ন আব্দুর রহিম চিৎকার শুনে কাছে আসতে চাইলে তাকেও চাকু দেখিয়ে ভয় দেখালে তিনিও পালিয়ে যান। পরে ফয়সাল ও তার দুই সঙ্গী কলেজের পুরাতন বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণ করে।’

তিনি আরও দাবি করেন, ‘তার সঙ্গীরা মোবাইলে ভিডিও ধারণ করে। এরপর কাউকে ঘটনা জানালে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ফয়সাল। সেখান থেকে বাড়িতে ফিরে মা বাবাকে বিষয়টি জানালে পরদিন শনিবার সকালে থানায় গিয়ে অভিযোগ করি।’

ভুক্তভোগীর বাবা দাবি করেন, ‘ঘটনার দিন মেয়ে বাড়ি থেকে বের হওয়ার অনেক পরে বাড়িতে ফিরছে। কেন দেরি করে বাড়ি ফিরেছে জানতে চাইলে বিষয়টি বলে। পরদিন থানায় অভিযোগ দেই।’

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী কলেজের পিয়ন আব্দুর রহিম দাবি করেন, ‘ওই দিন শুক্রবার থাকায় কলেজ বন্ধ ছিল। তাই আমার ডিউটি ছিল না। গরুর ঘাস কাটতে এসে কলেজের পেছনে চিৎকার শুনে গিয়ে দেখতে পাই, ফয়সাল ওই মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে। এ সময় আমি এগিয়ে যেতে চাইলে চাকু দেখিয়ে হুমকি দিলে ভয়ে চলে যাই।

ভুক্তভোগী ফুটবলার জাতীয় পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলেছেন। একবার রানার-আপ ও আরেকবার চ্যাম্পিয়ন দলে ছিলেন। এছাড়াও বিপিএলেও খেলছেন। তিনি অর্থসহ নানান পুরস্কার জিতেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com