‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় বিএনপির ওপর চাপানো হাস্যকর’

0

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় বিএনপির ওপর চাপানো হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দেশের মানুষের নাভিশ্বাস অবস্থা। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বিএনপির ওপর এর দায় চাপাচ্ছে, যা হাস্যকর ছাড়া কিছু না।’

বুধবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

জনদাবির প্রতি তোয়াক্কা না করে সরকার এখন নিজেদের অস্তিত্বের প্রশ্নে বিরোধী দল দমনে উঠেপড়ে লেগেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী সরকারের পায়ের নিচের মাটি পুরোপুরি সরে গেছে। এজন্যই তারা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনসহ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। পরে আদালতকে নিজেদের স্বার্থে ব্যবহারের মাধ্যমে একের পর এক সাজা প্রদান অব্যাহত রেখেছে।’

তিনি বলেন, ‘দেশে এখন এক ব্যক্তির স্বেচ্ছাচারী শাসন চলছে। রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে নজিরবিহীন ব্যর্থতা আড়াল করতে প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। সার্বিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আমরা এখন মগের মুল্লুকে বাস করছি, যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার প্রতিনিয়ত সরকারের পায়ের নিচে পিষ্ট হচ্ছে।’

অসত্য ও বানোয়াট মামলায় জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক মৎস্যবিষয়ক সম্পাদক আমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য উজ্জল হোসেন, ইউনুস হোসেন এবং ক্ষেতলাল পৌরসভাধীন ওয়ার্ড বিএনপির সদস্য আফজাল হোসেনকে আটমাস করে সাজা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। একইসঙ্গে সাজা মওকুফসহ অবিলম্বে তাদের মুক্তির দাবি জানানো হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com