উন্নয়নের নামে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে: আনু মুহাম্মদ

0

বাংলাদেশকে ভয়াবহ বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের নামে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সুন্দরবনকে ভয়ংকর বিপদে ফেলে দেওয়া হচ্ছে। পারমাণবিক বিদ্যুতের কথা বলে পুরো বাংলাদেশকে ভয়াবহ বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন আনু মুহাম্মদ। তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ৯ বছর উপলক্ষে পাঁচ দিনব্যপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

আনু মুহাম্মদ বলেন, ‘বাংলাদেশে বিদ্যুৎ-গ্যাস কম দামে পাওয়া সম্ভব। অনেক কম দামে বাসের ভাড়া দাঁড় করানো সম্ভব। অনেক কম দামে শিক্ষা ও চিকিৎসাসেবা পাওয়া সম্ভব। সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন বিপন্ন কেন? শিক্ষা গ্রহণ করা মানুষের জন্য বিপদের বিষয়। নিরাপত্তা নেই।’

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘ত্বকীকে কেন খুন করা হয়েছিল আপনারা জানেন। ত্বকীকে খুন করা হয়েছিল মানুষকে ভীতসন্তস্ত্র করার জন্য। খুনিরা ভেবেছিল ত্বকীর বাবার এবং তার সঙ্গে নারায়ণগঞ্জের উজ্জ্বল মানুষদের থামিয়ে দেওয়া যাবে। তারা হিংস্রভাবে দানবীয় কায়দায় ত্বকীকে খুন করে দেখাতে চেয়েছিল তারা কতটা বর্বর। কিন্তু মানুষ ভয় না পেয়ে প্রতিবাদ করে যাচ্ছে। ভয়কে পরাজিত করে নারায়ণগঞ্জবাসীর লড়াই সারা বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে।’

‘ত্বকী হত্যার বিচারের যে আন্দোলন এটা শুধু ত্বকীর হত্যার বিচারের জন্য না, এটা বাংলাদেশের মানুষের জন্য’ উল্লেখ করে এ অর্থনীতিবিদ বলেন, ‘যারা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকতে চান, যে শিশু-কিশোররা স্বাধীন নাগরিক হিসেবে বেড়ে ওঠার স্বপ্ন দেখে তাদের সবার জন্যই এই ত্বকী হত্যার বিচারের আন্দোলন শক্তি জোগায়।’

এসময় আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী খুশি কবির, নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বী ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com