আ.লীগ সরকারের দুর্নীতিতে দ্রব্যমূল্য সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে: আমির খসরু

0

অবৈধ, অনির্বাচিত, দখলদার সরকারের দুর্নীতির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) খুলনা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিকেলে মহানগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি আরও বলেন, এই দখলদার সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া জনগণের হারানো অধিকারগুলো ফিরিয়ে আনা সম্ভব হবে না। আর তাই ফ্যাসিস্ট অপশক্তিকে হঠাতে গণতন্ত্রে বিশ্বাসী সব পক্ষকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, যুবদল নির্বাহী সংসদের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তারিকুল ইসাম জহীর, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবুসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com