সন্তান খুনের বিচার চেয়ে একাই মানববন্ধনে মা

0

সিলেট সুনামগঞ্জ আদালতের প্রবেশপথে মানববন্ধনের ব্যানার টানিয়ে সন্তান হত্যার বিচার চাইতে দেখা গেছে এক মাকে।

ছেলে রাব্বি হত্যার বিচার চেয়ে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জে জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গণে একাই মানববন্ধন করেন তার মা।

মানববন্ধনে দাঁড়ানো এই মায়ের নাম রুপিয়া বেগম। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের পূর্ব নোয়ারাই গ্রামে। একমাত্র ছেলে মেহেদী হাসান রাব্বি (২২) হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে একাই মানববন্ধন করেন তিনি।

রুপিয়া বেগম বলেন, ‘২০১৯ সালে ২৩ জুলাই বিকেলে সিমেন্ট ফ্যাক্টরি এলাকার বাজারের একটি দোকানে বসে চা খাইতেছিল আমার রাব্বি। ওই সময় লিয়াকত, তারেক আর সোহাগ আইয়া হঠাৎ করি আমার ছেলেকে পেছন থেকে কোপ দেয়। আমার ছেলেটা ডরাইয়া (ভয় পেয়ে) দৌড় দিসে। কিন্তু আমার পোয়াটারে (ছেলেটাকে) তারা দৌড়াইয়া দৌড়াইয়া কোপাইয়া মারসে রাম দা দিয়া। ‘

তিনি আরও বলেন, ‘আমার ছেলে যখন আহত অবস্থায় পড়িয়া রইছে, কেউ হাত দিসে না, হসপিটাল লইয়া গেছে না, আমি পুলিশরে কইছি তারা খালি আমারে দৌড়াইছে। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে মারা যায় আমার যাদু বাছাইটা। ‘

ঘটনার পর ২৬ জুলাই রুপিয়া বেগম বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা করেন। এরপর পুলিশ বিভিন্ন সময়ে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে। বর্তমানে আসামিদের মধ্যে শুধু লিয়াকত আলী জেলে আছেন। এ ছাড়া একজন আসামি পলাতক। আর বাকি আসামিরা আদালত থেকে জামিনে আছে। পুলিশ মামলার তদন্ত করে ১৭ আসামির মধ্যে ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে। অভিযোগপত্র থেকে বাদ পড়া আসামিদের নাম আবার যুক্ত করতে রুপিয়া বেগমের আইনজীবী আদালতে আবেদন করেছেন।

জামিনে মুক্ত আসামীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং মারধর করেছে জানিয়ে রুপিয়া বেগম বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। আসামীরা হাইকোর্ট থেকে জামিন আনছিল ওই সময় তারা ঢাকা যাত্রাবাড়ি আমারে মারছে, আমার পা এখনো ফুলা (ফুলে) রইছে। আমার একটা ছোট মেয়ে আছে, মেয়েটারেও তারা মারি লাইতো (মেরে ফেলার) হুমকি দিসে, আমি আমার আর আমার ছোট মেয়েটার জানের নিরাপত্তা চাই। আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হউক। আমি খুনিদের ফাঁসি চাই। ‘

রুপিয়া বেগম জানান, স্বামীর মৃত্যুর পর তিনি অনেক কষ্ট করে তার ছেলে রাব্বিকে বড় করেছেন। দোকানের কর্মচারী হিসেবে কাজ করে রাব্বি সংসার চালাতো। ছেলেকে হারিয়ে তিনি দিশাহারা হয়ে পড়েছেন। আসামিরা প্রভাবশালী হওয়ায় তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com