কমিশন নয় নির্বাচনকালীন সরকারই প্রধান এজেন্ডা: রব

0

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, নির্বাচন কমিশন সরকারের ক্ষমতার বৈধতা দেওয়ার উপায় হিসেবে ব্যবহৃত হতে পারে না। জনগণের ভোটাধিকার সুরক্ষা ও অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন নয়, মূল বিষয় হচ্ছে— নির্বাচনকালীন সরকার। তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকারের মূল এজেন্ডাকে পাশ কাটিয়ে বিদ্যমান সংকটের সমাধান করা যাবে না।’

বুধবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির  উদ্যোগে  কাজী আরেফ আহম্মেদসহ জেএসডির প্রয়াত ও শহীদ নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আ স ম রব বলেন, ‘বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে গঠিত যে কোনও নির্বাচন কমিশনই হবে হুদা কমিশনের নামান্তর। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য অবশ্যই প্রয়োজন। বর্তমান দলীয় সরকার ক্ষমতায় রেখে কোনও নির্বাচন কমিশনই তাদের ওপরে অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারবে না।’

তিনি আরও বলেন, গত এক দশকে নির্বাচন কমিশনের কার্যকলাপ জনমানসের আকাঙ্ক্ষার প্রতিফলনে কোনো ভূমিকাই রাখতে পারেনি বরং চরম ব্যর্থতা এবং কলঙ্কের বোঝা মাথায় নিয়ে কমিশনকে বিদায় নিতে হয়েছে। ভোটাধিকার, নির্বাচন এবং জনগণের অভিপ্রায়ের প্রতিফলনে নির্বাচনকালীন সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করতে হবে। মনে রাখতে হবে, রাষ্ট্রীয় সংস্কার ও নিরপেক্ষ নির্বাচন একই সূত্রে গাঁথা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com