সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৫-১৬ মার্চ
আগামী ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করবেন সমিতির সাবেক সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ ওয়াই মসিউজামান।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বিজ্ঞপ্তিতে বলা হয় হয়, আগামী ১৫ ও ১৬ মার্চ ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এছাড়া আগামী ১৭ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠিত হবে।
সর্বশেষ ২০২১ সালের ১২ ও ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতিসহ আটটি পদে বিজয়ী হন।
বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সম্পাদকসহ ছয়টি পদে বিজয়ী হন। দায়িত্বগ্রহণের আগেই সমিতির সভাপতি আবদুল মতিন খসরু করোনা আক্রান্ত হয়ে মারা যান।