করোনা টেস্ট ছাড়াই অবাধে দেশে ঢুকছেন ভারতীয় ট্রাকচালকরা

0

ভারতে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও হিলি স্থলবন্দরে করোনা টেস্ট ছাড়াই প্রতিদিন প্রবেশ করছেন ভারতীয় ট্রাকচালকেরা। এতে ওমিক্রনের চরম ঝুঁকিতে রয়েছে এই এলাকায় মানুষ।

অন্যদিকে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের নেগেটিভ সনদ আনার পরেও ইমিগ্রেশন চেকপোস্টে করোনা পজিটিভ হওয়ায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

তবে সরকারি নির্দেশনা না থাকায় চালকদের করোনা পরীক্ষার আওতায় আনা যাচ্ছে না বলে জানান উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা।

রোববার সকালে দেখা যায়, ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক প্রবেশ করছে হিলি স্থলবন্দরে। জিরো পয়েন্ট এলাকায় এসব ট্রাকে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

শুধু স্প্রে দিয়ে চলছে স্বাস্থ্যবিধি নিশ্চিতের কাজ। তবে এসব ট্রাকচালক ভারতে করোনা টিকা গ্রহণ করলেও ইমিগ্রেশন চেকপোস্টে করানো হচ্ছে না করোনার পরীক্ষা, আর এতে ওমিক্রনের চরম ঝুঁকিতে রয়েছে স্থলবন্দর এলাকা।

হিলি স্থলবন্দর এলাকার যুবক রাব্বী হাসান বলেন, ‘আমাদের এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে সবাই করোনার নেগেটিভ সনদ নিয়ে আসছেন তারপরও এপারে এসে করোনা শনাক্ত হচ্ছেন। তাহলে ভারতীয় যে ট্রাকচালক আসে এসব চালকদের যে করোনা পরীক্ষা করানো হচ্ছে না, এদের মধ্যে কি করোনা নেই? আমরা আতংকের মধ্যে আছি।

হিলি স্থলবন্দরে পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকচালক রঞ্জিত কুমার দাস বলেন, আমরা করোনার টিকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছি। তবে ভারতে কিংবা বাংলাদেশে কোথাও আমাদের করোনা পরীক্ষা করা হচ্ছে না।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে। তবে ভারতীয় ট্রাকচালকদের করোনা পরীক্ষা করানো হচ্ছে না, এতে আমরা আতঙ্কে আছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com