চবিতে তুচ্ছ ঘটনায় এক শিক্ষার্থীকে মারধর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলমান পরীক্ষাগুলোর স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়ার সময় তুচ্ছ ঘটনাকে ঘিরে মারধরের শিকার হয়েছেন এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে প্রক্টর কার্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থী শাহ মোহাম্মদ শিহাবকে মারধর করেছেন মুজাহিদ চৌধুরী।
প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, ছাত্ররা একসঙ্গে স্মারকলিপি দিতে এসেছিল। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিল। আমি সামনে যারা ছিল তাদের সঙ্গে কথা বলছিলাম, সম্ভবত তখন পেছনের দিকে ঘটনাটি ঘটেছে। বিষয়টি আমরা জেনেছি। ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী শিক্ষার্থী শাহ মোহাম্মদ শিহাব বলেন, একটা কল আসায় মোবাইল ফোন বের করেছিলাম। তখন মোবাইল বের করেছি কেন জানতে চেয়ে আমার গায়ে হাত তোলা হয়। যদিও তাকে আমি চিনি না। তবে পরে ছাত্রলীগ নেতারা বলেছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রক্টর স্যার আশ্বাস দিয়েছেন, বিষয়টা তিনি দেখবেন।
মুজাহিদ চৌধুরী মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, সেখানে জনসমাগমের কারণে হয়তো ধাক্কাধাক্কি হয়েছে। তবে আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি।