নতুন ছবি নিয়ে খুবই উচ্ছ্বসিত তামান্না-জিমি
৬০ কোটি রুপির এক হীরা চুরি নিয়ে যত বিপত্তি। চোরকে ধরতে উঠেপড়ে লেগেছে পুলিশ। পুরো ছবিতে এই চোর-পুলিশ খেলা। নীরজ পান্ডের ‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে এক বহুমূল্য হীরা চুরি নিয়ে রহস্যের জাল বোনা হয়েছে। দীর্ঘ বিরতির পর অ্যাকশন-থ্রিলার নিয়ে ফিরলেন নির্মাতা নীরজ পান্ডে। সম্প্রতি মুক্তি পেয়েছে জিমি শেরগিল, তামান্না ভাটিয়া ও অবিনাশ তিওয়ারি অভিনীত ‘সিকান্দার কা মুকাদ্দার’ সিনেমার ট্রেলার। আসছে ২৯ নভেম্বর নেপফ্লিক্সে সিনেমাটি দেখা যাবে। তামান্না এবং জিমি তাদের নতুন ছবি নিয়ে খুবই উচ্ছ্বসিত। পাশাপাশি নিজেদের ছবির প্রশংসা করতেও ভোলেননি তারা।
সাম্প্রতিক সময়ে গ্ল্যামারাস চরিত্রে দেখা গেলেও নীরজের এই ছবিতে গ্ল্যামারহীন চরিত্রে ধরা দিতে চলেছেন তামান্না। তাঁর অভিনীত চরিত্রের নাম ‘কামিনী সিং’। তামান্না বলেন, ‘আমি সব সময় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে এসেছি। তবে আমি দক্ষিণী ছবিতে বেশি কাজ করেছি। হিন্দি ছবিতে সুযোগ পাইনি। নীরজ স্যার যখন আমাকে ফোন করে এই ছবির প্রস্তাব দিয়েছিলেন, সত্যি অবাক হয়েছিলাম।’ মজা করে তিনি আরও বলেন, ‘পর্দায় আমার বিরুদ্ধে সাধারণত হৃদয় চুরি করার অভিযোগ থাকে, এখানে হীরা চুরির অভিযোগ উঠেছে। মন বলেছিল যে এই ছবি আমাকে করতেই হবে।’
এ ছবিতে জুটি বেঁধে আসছেন অবিনাশ তিওয়ারি ও তামান্না ভাটিয়া। সহশিল্পী অবিনাশের প্রসঙ্গে তামান্না বলেন, ‘অবিনাশ অভিনেতা হিসেবে অত্যন্ত পরিশ্রমী। আর অবিনাশের সঙ্গে কাজ করার সময় বুঝেছিলাম যে ও অত্যন্ত স্বতঃস্ফূর্ত। অনেক সময় আমি বুঝতেই পারিনি যে ও কোনো সংলাপ বলছে। অবিনাশ খুব সুন্দরভাবে দৃশ্যগুলো তুলে ধরেছে।’
সিনেমাটি নিয়ে নির্মাতা নীরজ পান্ডে বলেন, ‘একজন গল্পকার হিসেবে, দর্শকদের জন্য সর্বদা এমন কিছু তৈরি করতে চাই যা রোমাঞ্চকর, আকর্ষক এবং বিনোদনমূলক। সিকান্দার কা মুকাদ্দারের সঙ্গে আমরা ঠিক এটিই চেষ্টা করেছি। বিশ্বব্যাপী দর্শকদের কাছে এই গল্পটি আনতে পেরে রোমাঞ্চিত।’
জিমি শেরগিল বলেন, ‘এ সিনেমায় রয়েছে বেশ কয়েকটি টুইস্ট। প্রতিটির সঙ্গে দর্শকের একটি করে ধাঁধা যোগ হয়। আমি চাই আগ্রহী দর্শকরা এ রহস্যের মধ্যে নিজেকে নিমজ্জিত করুক, বিষয়গুলোকে সংযুক্ত করুক এবং আবিষ্কার করুক তাদের অনুমান কী সঠিক হবে?’ আরেক অভিনেতা অবিনাশ তিওয়ারি বলেন, ‘মুক্তির কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সিকান্দার কা মুকাদ্দার প্রতিশ্রুতি দেয় যে, এটি কেবল একটি ক্রাইম ড্রামার চেয়ে অনেক বেশি কিছু। এর অংশ হতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি, আবারও নীরজ স্যারের সঙ্গে কাজ করছি। এটা আমার জন্য অনেক আনন্দের।’