ব্যাটে বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েও দলকে জেতাতে পারেননি সাকিব আল হাসান

0

আবুধাবি টি-টেন লিগে ফের এসেছে বাংলা টাইগার্স। এ নিয়ে পঞ্চম ম্যাচে তৃতীয়বারের মতো হারল দলটি। ব্যাটে বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েও দলকে জেতাতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। তার দল আজমান বোল্টের বিপক্ষে সাকিবের বাংলা টাইগার্স হেরেছে ৩১ রানের ব্যবধানে।

ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে মাত্র ১ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৩৩ রানের শক্ত পুঁজি দাঁড় করায় আজমান। ওপেনার শেভন ড্যানিয়েল ১৮ বলে ২৭ রান করে সাকিবের শিকার হয়ে সাজঘরে ফেরেন। তবে এরপর আর কাউকে ফেরানো যায়নি।

ব্যাট হাতে তাণ্ডব চালান ইংলিশ ওপেনার অ্যালেক্স হ্যালেস। ৩০ বলে ৬ ছক্কা ও ৬ চারে ৭৫ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। আরেক ব্যাটার জেমস নিশানও ১৩ বলে ২০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন।

বল হাতে বাংলা টাইগার্সের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সাকিব। ২ ওভার হাত ঘুরিয়ে ১৭ রান খরচায় ১ উইকেট নেন সাকিব।

জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে বাংলা টাইগার্স তুলতে পেরেছে ১০২ রান। এই রান তুলতে ৬ উইকেট খরচ করেছে দলটি। অধিনায়ক সাকিব অবশ্য অপরাজিত ছিলেন। ১৯ বলে ২৯ রান আসে তার ব্যাট থেকে। যা দলীয় সর্বোচ্চ। আরেক ব্যাটার ইফতেখার আহমেদ ৮ বলে ২১ রান করেন। তবে তাতে হার এড়ানো যায়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com