রাশিয়া ও ইউক্রেনকে দ্রুত শান্তি আলোচনা শুরু করতে আহ্বান চীনের

0

রাশিয়া ও ইউক্রেনকে শান্ত থাকার, সংযম অবলম্বন করার এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য দ্রুত শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং। চীনা গণমাধ্যম সিএমজি এই খবর জানিয়েছে।

ইউক্রেন ইস্যুতে বুধবার (২৭ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে কেং শুয়াং বলেন, যুদ্ধের তীব্রতা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেছেন, দুঃখজনকভাবে ইউক্রেন সংকট এখনও চলছে এবং সাম্প্রতিক লড়াই আরও তীব্র হয়ে উঠছে।

কেং আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যমত্য গঠনের জন্য বৃহত্তর প্রচেষ্টা চালাতে, যৌথভাবে শান্তি প্রচেষ্টা বাড়াতে এবং শান্তি আলোচনার প্রচারে সমন্বয় তৈরি করার আহ্বান জানায় চীন।

তিনি জানিয়েছেন, শান্তি ও রাজনৈতিক নিষ্পত্তির জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে গ্লোবাল সাউথসহ সকল পক্ষের সাথে কাজ করতে বেইজিং প্রস্তুত রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com