শাকিব-মাহির সিনেমা পাইরেসি, থানায় অভিযোগ পরিচালকের

0

গত ১৬ ডিসেম্বর রাত ৮টায় আই থিয়েটার অ্যাপে মুক্তি পায় শাকিব খান-মাহিয়া মাহি অভিনীত সিনেমা ‘নবাব এলএলবি’।

মুক্তির পরই পাইরেসির শিকার হয়েছে সিনেমাটি।এই পাইরেসি ঠেকাতে সিনেমাটির পরিচালক অনন্য মামুন এবার হাতিরঝিল থানা পুলিশের দ্বারস্ত হলেন।  

শনিবার (১৯ ডিসেম্বর) থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। পরের দিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে এ বিষয়ে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন পরিচালক মামুন।  

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফরম ‘আই থিয়েটার’ এ সিনেমাটির অর্ধেক অংশ (পার্ট- ১)মুক্তি পায়। নতুন বছরের ১ জানুয়ারি মুক্তি দেওয়া হবে দ্বিতীয় অংশ। সিনেমাটি দুই অংশে মুক্তি দেওয়াতে বেশ সমালোনার শিকার হচ্ছেন পরিচালক। সবাই এটাকে দর্শকদের সঙ্গে প্রতারণা বলেই মন্তব্য করছেন। সিনোটির নায়ক শাকিব খানেরও একই দাবি।  

এদিকে মু্ক্তির পর পরই পাইরেসির শিকার হয় ‘নবাব এলএলবি’। মু্ক্তির পর দিন থেকেই নানা মাধ্যমে পাওয়া যাচ্ছে সিনেমাটি। বিষয়টি প্রমাণসহ পরিচালকের নজরে এলে তিনি আইন-শৃঙ্খলাবাহিনীর দ্বারস্ত হয়েছেন বলে জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com