নয় মাস পর কলকাতায় জয়া

0

জয়া আহসানের দ্বিতীয় বাড়ি কলকাতা। সেখানে তার নাম-যশ-খ্যাতি দিন দিন বাড়ছেই। একের পর এক সিনেমায় মাত করেছেন দর্শক-সমালোচকদের। কিন্তু করোনার আবহে প্রিয় শহরকে মিস করছিলেন ঢাকায় আটকে পড়া জয়া। সে কথা বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি।

গুনে গুনে নয় মাস পর কলকাতায় হাজির হয়েছেন জয়া। সেখানে বর্ধমানের বাওয়ালি রাজবাড়িতে অংশ নেন শুটিংয়ে। অনেক দিন প্রিয় জানালা-পাখিদের স্পর্শ পেয়ে দারুণ খুশি তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এবার সিনেমা নয় বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন মোহময়ী জয়া। তাদের বর্ণনায়, কুয়াশা জড়ানো শীতের সকাল। রোদ ছড়িয়ে পড়েছে ঘুলঘুলি গলে রাজবাড়ির সিঁড়ির গায়ে, আনাচকানাচে। সেখানেই দেওয়ালে হেলান দিয়ে সিঁড়ির ওপর অলস জয়া বসে। কালো লেসের শাড়ি, সি থ্রু কালো ব্লাউজ। কানে, গলায়, হাতে, নাকে ঝিলমিলিয়ে উঠেছে লাখ হিরে।

আরও বলা হয়, আপাতত জয়া রবীন্দ্র রমণী। ‘সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে’ রবীন্দ্রনাথের এই ভাবনা থেকেই তৈরি হবে এক অভিজাত গয়না বিপণির বিজ্ঞাপন। পরিচালনায় নীল দাশগুপ্ত।

৯ মাস পরে ভারতে ফিরে কেমন লাগছে জয়ার? ‘‘নিজের ঘরে নিজেই যেন প্রবাসী! ৯ মাস পরে কলকাতার বাড়ির জানলাগুলো খুলতেই ঘিরে ধরল একঝাঁক পাখি। অনেক দিন পরে খেতে দিলাম নিজের হাতে। ওরা আমাকে পেয়ে খুব খুশি।’’

জানা গেছে, এই শুট শেষে জয়া কলকাতা ছাড়বেন। কিছুদিন ঢাকায় কাটিয়ে আবার যাচ্ছেন সেখানে।

বর্তমানে ঢাকা-কলকাতার কিছু সিনেমা করছেন জয়া। যার অনেকগুলোই আছে মুক্তির মিছিলে। সম্প্রতি অতনু ঘোষের ‘রবিবার’ ছবির জন্য স্পেনের মাদ্রিদের উৎসবে বিদেশি ভাষার সিনেমা বিভাগে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com