হলিউড তারকারা ক্যামেরার সামনে ফিরেছেন

0

করোনার আবহে হলিউড তারকারা কাজ থেকে ছুটি নিয়েছিলেন। মাস দু-এক হলো একটু একটু করে অনেকেই ক্যামেরার সামনে ফিরেছেন। 

বছর শুরুতে লোকেশনে যাওয়া কথা থাকলেও ‘মিশন ইমপসিবল’ সিরিজের পরের দুই পর্বের শুটিং মুলতবি রাখতে হয় টম ক্রুজকে। তবে শুটিং শুরুর সুযোগ পেতেই আবার এই সিরিজের কাজ শুরু করেছেন। শেষ দিকে আলোচিত ‘টপ গান: ম্যাভেরিক’। পাশাপাশি ঘোষণা করেছেন দুটি নতুন ছবিরও।

অনেক দিন ধরে নিয়মিত পর্দায় নেই অ্যাঞ্জেলিনা জোলি। সেবামূলক কাজের পাশাপাশি এবার ছবির কাজও শুরু করলেন। ‘দোজ হু উইশ মি ডেড’ ছবির ভয়েসওভারের কাজ শুরু করেছেন। শিগগিরই ফিরছেন পরিচালনায়। এ ছাড়া প্রথমবারের মতো তাকে দেখা যাবে মার্ভেলের সুপারহিরো সিনেমায়।

একই ছবিতে কাজে ফিরেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং জেনিফার লরেন্স। কমেডি সায়েন্স-ফিকশন ‘ডোন্ট লুক আপ’-এর শুটিং শুরু করেছেন তারা। বোস্টনে তাদের শুটিংয়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে। সংক্রমণ এড়াতে ফেসশিল্ড পরা অবস্থায় দেখা গিয়েছে দুজনকে। এ ছবিতে আরও আছেন মেরিল স্ট্রিপ।

শেষ হয়েছে কেট উইন্সলেট অভিনীত ছবি ‘অ্যামোনাইট’। শুরু করেছেন নতুন ছবি ‘লি’। আছেন ‘মেয়র অব দ্য ইস্টটাউন’ নামের টেলিভিশন সিরিজেও। শেষ হয়েছে ‘অ্যাভাটার’ সিক্যুয়ালের শুটিংও।

জোলির পর কাজে ফিরছেন ব্র্যাড পিটও। অস্কার জয়ের পর কোনো ছবিতে যুক্ত হননি তিনি। আপাতত ‘দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড’ নামের টিভি সিরিজের কাজ শুরু করেছেন। দেখা যাবে ‘বুলেট ট্রেন’ নামের থ্রিলারে।

হলিউডের প্রথম তারকা হিসেবে কভিড-১৯ আক্রান্ত হন টম হ্যাঙ্কস। কিন্তু পরিস্থিতি একটু ভালো হতেই আবার কাজে ফিরেছেন তিনি। পরপর ছবি আর টেলিসিরিজের কাজে সই করেছেন অভিনেতা। ‘মাস্টার্স অব দ্য এয়ার’ নামের সিরিজের পাশাপাশি ‘নো বেটার প্লেস টু ডাই’, ‘বিউটিফুল’ ও ‘আ ম্যান কলড ওভ’ নামের তিনটি ছবির কাজ শুরু করেছেন।

তবে খারাপ খবর রয়েছে জনি ডেপের জন্য। ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি লড়াইয়ে হেরে ফসকে গেছে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের পরের ছবি। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজেও নাকি থাকছেন না। বরং জ্যাক স্প্যারোর নারী সংস্করণ হিসেবে নতুন পাইরেট সিরিজের মুখ্য ভূমিকায় আছেন মার্গট রবি। এ অভিনেত্রীর হাতে রয়েছে আরও বড় কিছু প্রজেক্ট।

এ দিকে কিয়ানু রিভস শেষ করেছেন ‘ম্যাট্রিক্স ফোর’। হাতে আছেন ‘জন উইক’ সিরিজের চতুর্থ কিস্তি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com