সাইবার বুলিং নিয়ে মুখ খুললেন মিথিলা

0

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরলেন বাংলাদেশী অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা। নিজের ইনস্টাগ্রাম পেজে শুক্রবার (১১ ডিসেম্বর) একটি ভিডিওতে সামাজিক মাধ্যমে ইদানীং ট্রোলিংয়ের আড়ালে চলতে থাকা অনলাইন হেনস্থা নিয়ে নিজের মুখ খুললেন তিনি।

১ মিনিট ৯ সেকেন্ডের সেই ভিডিওতে #16daysofactivism হ্যাশট্যাগ দিয়ে মিথিলা বলেন, ‘প্রতিটি মানুষেরই একটা ব্যক্তিগত জীবন থাকে। সেখানে তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকে। এবং সেই সিদ্ধান্তগুলো তার জীবনকেই প্রভাবিত করে। আপনার জীবনকে না।’

ভিডিও বার্তায় তিনি আরো বলেন, ‘অথচ আমরা অনেকেই আছি, যাদের অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচণ্ড উৎসাহ। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অন্যের ব্যক্তিগত জীবন ও সিদ্ধান্ত নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতে দ্বিধা করি না। সোশ্যাল মিডিয়াতে নারীদের উত্যক্ত করা, কুরুচিপূর্ণ মন্তব্য করা- এসব বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রাধান্য দিতে হবে অন্যের সিদ্ধান্তকে।’

প্রসঙ্গত, ২০০৬ সালে সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে বিয়ে হয়েছিল মিথিলার। ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতি টানেন এই কন্ঠশিল্পী ও মডেল। পরে ২০১৯ সালের ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার বিয়ে হয়। যাবতীয় কটাক্ষ, বিদ্রূপকে উপেক্ষা করেই নিজেদের ভিন্ন আচার, রীতিনীতি আপন করে নিয়ে ভালোবাসা-সুখে সংসার করে যাচ্ছেন এই দম্পতি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com