ভারতের জাতীয় ক্রাশ রশ্মিকা!

0

ভারতের তেলেগু ভাষার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা সম্প্রতি জাতীয় ক্রাশে পরিণত হয়েছেন। গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া ২০২০’ লিখে সার্চ করলে সেখানে রশ্মিকা মন্দানার ছবি দেখাচ্ছে গুগল। 

সোশ্যাল মিডিয়া মাধ্যম পিন্টারেস্ট বলছে, ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তার অসাধারণ অভিনয় ও দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে তাকে বেশি গুগলে সার্চ করা হচ্ছে, সে কারণে তাকে ‘ভারতের জাতীয় ক্রাশ’ হিসেবে দেখাচ্ছে গুগল।

রশ্মিকা মন্দানা কেবল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন। তবে এসব সিনেমা বিভিন্ন ভাষায় ডাবিং হওয়ায় বেশি পরিচিত হয়েছেন তিনি।

রশ্মিকা মন্দানার বাণিজ্যিকভাবে সফল সিনেমার তালিকায় আছে—‘কিরিক পার্টি’ (২০১৬), ‘আঞ্জানি পুত্রা’ (২০১৭), ‘চমক’ (২০১৭), ‘চালো’ (২০১৮), ‘গীতা গোবিন্দম’ (২০১৮), ‘যাজামানা’ (২০১৯), ‘সারিলেরু নিকেভ্যারু’ (২০২০) ও ‘ভীষ্ম’ (২০২০)।

সিনেমায় একের পর এক সাফল্য তাকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রশিল্পে অন্যতম সর্বাধিক চাহিদাসম্পন্ন অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com