ব্রিটিশবিরোধী জীবনভিত্তিক ‘প্রীতিলতা’ দিয়ে শুটিংয়ে ফিরেছেন পরীমনি

0

ঢালিউডের গ্ল্যামার গার্ল পরীমনি করোনাকালীন সব শুটিং বাদ দিয়ে ছিলেন ঘরবন্দি। করোনার প্রাদুর্ভাব ও বিস্তার কিছুটা স্বাভাবিক হওয়ার পর সম্প্রতি ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা প্রীতিলতার জীবনভিত্তিক ‘প্রীতিলতা’ ছবির মধ্য দিয়ে শুটিংয়ে ফিরেছেন পরী।

বিপ্লবী নারী প্রীতিলতার জীবন নিয়ে নির্মিতব্য সেই ছবির কাজ শেষ না হতেই ‘দ্য অ্যাডভাইজার’ নামে নতুন একটি ছবির কাজে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। 

সোমবার ‘দ্য অ্যাডভাইজার’ ছবির পরিচালক শফিক হাসান নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গতকাল রবিবার ছবিটির একটি গানের রেকর্ডিং হয়েছে। এ বিষয়ে পরিচালক বলেন, ‘ডিসেম্বর থেকে পুরোদমে শুটিং শুরু হবে। ছবিতে পরীমনির বিপরীতে নতুন নায়ককে দেখা যাবে। ছবির প্রযোজক থাকেন ডেনমার্কে, যে কারণে কিছু অংশের শুটিং সেখানে হবে।’

ছবিটির গল্প প্রসঙ্গে শফিক হাসান জানান, মানুষের টাকা হলে অনেক অ্যাডভাইজার বা উপদেষ্টা জুটে। সেই অ্যাডভাইজারের কারণেই একসময় ধ্বংস নেমে আসে। সমাজের বাস্তব এ ঘটনা নিয়েই ছবির কাহিনি। 

এর আগে ২০১৬ সালে শফিক হাসানের পরিচালনায় ‘ধূমকেতু’ ছবিতে শাকিব খানের নায়িকা হয়েছিলেন পরীমনি। একই পরিচালকের ‘বাহাদুরি’ ছবিতে পরীর নায়ক ছিলেন সাইমন সাদিক।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com