বৈশ্বিক করোনা আক্রান্ত ৮০ লাখ ছাড়াল

0

বৈশ্বিকভাবে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা আশি লাখ ছাড়িয়ে গেছে। দক্ষিণ আমেরিকা, যুক্তরাষ্ট্র ও চীনে নতুন করে প্রাদুর্ভাবের বিস্তার ঘটছে।

আক্রান্তের সংখ্যায় এখন পর্যন্ত বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের খবর অনুসারে, দেশটিতে প্রায় ২০ লাখ মানুষের করোনা সংক্রমণ হয়েছে। যা মোট আক্রান্তের ২৫ শতাংশ হবে।

কিন্তু দক্ষিণ আমেরিকায়ও দ্রুত মহামারী ছড়িয়ে পড়ছে। মোট আক্রান্তের ২১ শতাংশই এই অঞ্চলটিতে।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বের দ্বিতীয় হটস্পটে রূপ নিয়েছে ব্রাজিল। জানুয়ারির শুরুতে চীনে প্রথম এই ভাইরাসটির প্রকোপ দেখা দিয়েছিল। এরপর মে নাগাদ আক্রান্তের সংখ্যা চল্লিশ লাখে পৌঁছায়।

এই সংখ্যাটা দ্বিগুণ অর্থাৎ আশি লাখ ছুঁইতে সময় নেয় দুই সপ্তাহ।

ব্রাজিলে মৃত্যু সরকারি হিসাবে ৪৪ হাজার হলেও সত্যিকারের সংখ্যা আরও বেশি হবে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন।

দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে বড় পরিসরে পরীক্ষার যথেষ্ট ঘাটতি রয়েছে।

করোনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে এক লাখ ১৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। মহামারী শুরু হওয়ার পর পরীক্ষা বাড়ানো হচ্ছে সেখানে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com