বিএসএমএমইউ-কে আরও কিট দিয়েছে গণস্বাস্থ্য

0

চাহিদা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) আর অ্যান্টিবডি কিট সরবরাহ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

গণস্বাস্থ্য কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে ৯০টি অ্যান্টিবডি কিট হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্যের করোনা শনাক্তের কিট জি আর কভিড-১৯ র‍্যাপিড ডট বল্ট প্রকল্পের সমন্বয়কারী ডা. অধ্যাপক মহিব উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে আমরা সেলাইভা কালেকশান ডিভাইস দিতে পারবো। আরও ৫০০ সেলাইভা কালেকশন ডিভাইস জমা দেওয়া হবে।

অধ্যাপক মহিব উল্লাহ বলেন, আমরা বিএসএমএমইউ কর্তৃপক্ষকে যথাশীঘ্র অ্যান্টিবডি কিটের ফলাফল জমা দিতে পুনরায় বিশেষভাবে অনুরোধ করেছি।

এর আগে সোমবার গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনার অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষার জন্য আরও কিট চেয়েছিল বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

ওই দিন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, কিটের কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষার কাজ প্রায় শেষ হয়েছে। সুষ্ঠুভাবে কাজটি শেষ করতে আরও কিছু কিটের প্রয়োজন। গণস্বাস্থ্য বাকি কিট সরবরাহ করলে আগামী সপ্তাহের শুরুর দিকে প্রতিবেদন জমা দেওয়া যেতে পারে।

এছাড়া গত ২ জুন গণস্বাস্থ্য বিএসএমএমইউ-কে দেওয়া এক চিঠিতে সরবরাহ করা অ্যান্টিজেন ফেরত চেয়ে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, যথাযথ প্রক্রিয়ায় রোগীদের লালা সংগ্রহ না করায় অ্যান্টিজেন পরীক্ষার ফলে ত্রুটি পাওয়া যাচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com