ট্রাম্প যতো বড় স্বৈরাচার/বর্ণবাদী হোক তাকে সামলানোর জন্য প্রতিষ্ঠান রয়েছে কিন্তু আমাদের?

0

আমেরিকায় ডোনাল্ড ট্র্যাম্প আছে। কিন্তু তাকে মুখ বন্ধ করে রাখতে বলার মতো পুলিশের কর্তা আছে। তার সঙ্গে প্রকাশ্যে দ্বিমত পোষণ করার মতো মন্ত্রী আছে। তার মোতায়েন ন্যশনাল ফোর্সকে বের করে দেয়ার মতো মেয়র আছে। তার কর্মকা- নিয়ে উপহাস করার মতো স্পিকার আছে।

তাকে তুলোধুনা করার মতো গণমাধ্যম আছে। তাকে শাস্তি দেয়ার অধিকার ভোটারদেরও আছে। অর্থাৎ যতো বড় স্বৈরাচার, বর্ণবাদী আর অমানুষ ট্রাম্প হোক না কেন, তাকে সামলে রাখার মতো বহু প্রতিষ্ঠান আছে সেখানে। মন্ত্রী, সংসদ, পুলিশ, মেয়র, গণমাধ্যম, নির্বাচন ব্যবস্থা সব আছে স্বতন্দ্র অস্তিত্ব নিয়ে চেক এ্যন্ড ব্যালেন্স করার জন্য।

আমাদের এখানে এসব নাই। এখানে সকল প্রতিষ্ঠান বরং স্বৈরাচারের দম্ভ, দাপট আর নিপীড়নের অস্ত্রে পরিণত হয়। নিজের দেশ আর জনগণের বুক বিদীর্ণ করে। আমেরিকা নিয়ে আমাদের হায়-হুতাশ তাই হাস্যকর। কোন অতলে ডুবে যাচ্ছি আমরা তা বরং ভাবি।

ড. আসিফ নজরুল

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com