আইসিইউতে স্বাভাবিক আছেন আল্লামা শফী
শ্বাসকষ্ঠ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তির পর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা এখন স্বাভাবিক রয়েছে। সোমবার দুপুরে আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানী জানান, তাঁর শারীরিক অবস্থা এখন স্বাভাবিক এবং আইসিইউতে আছেন। নিজের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। আনাস মাদানী বলেন, শ্বাসকষ্ঠ হলেও আল্লামা শফীর করোনা নেগেটিভ। আপাতত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা দেয়া হবে। শফি পুত্র মাদানী বলেন, প্রায় ১০৩ বছর বয়সী আল্লামা শাহ আহমদ শফী বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন দীর্ঘদিন ধরে। গত রোববার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত আটটার দিকে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
এর আগে গত ১৪ এপ্রিল অসুস্থ আহমদ শফীকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়। গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ১২দিন চিকিৎসার পর সুস্থ হয়ে ২৬ এপ্রিল হেলিকপ্টারযোগে তিনি চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসায় ফিরেন।