পাবনা-মৌলভীবাজারে নারীসহ ৫ খুন: খুনিদের শাস্তি চায় মহিলা পরিষদ
পাবনা জেলা সদরের দিলালপুর মহল্লায় একই পরিবারের বাবা, মা ও মেয়েসহ তিনজনের মরদেহ উদ্ধার এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ দুই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছে সংগঠনটি।
শনিবার (৬ জুন) সন্ধ্যায় মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে তারা বলেন, পাবনায় অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা, তার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শহরের দক্ষিণ রাঘবপুরের একটি বাড়ির দরজা ভেঙে এই তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মা ও মেয়েকে ঘরের ভেতর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, শুক্রবার (৫ জুন) শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের পূর্ব জামসী গ্রামে মা ও মেয়েকে রাতে খেয়ে ঘুমিয়ে পড়ে। হত্যার শিকার নারীর ছোট বোন পরের দিন সকালে বাড়িতে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পেয়ে এলাকাবাসীকে জানালে তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ডেকে এনে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। মেঝেতে রক্তের ছাপ এবং বিছানা ও মাটিতে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।
মহিলা পরিষদ এই দুই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
সেই সঙ্গে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে সরকার, প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে সংগঠনটি। এছাড়া সকল প্রকার নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রতিরোধে সামাজিক শক্তিকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে।