দেশে ৬৫০ জনের প্রাণ কেড়ে নিল করোনা

0

বাংলাদেশে করোনাভাইরাস মহামারি পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় রেকর্ড ৪০ জনের মৃত্যুর মধ্য দিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা এরই মধ্যে ৬৫০ জনে দাঁড়িয়েছে। আক্রান্তেও প্রতিদিনই ভাঙছে আগের দিনের রেকর্ড।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

এই সময়ে সবশেষ চব্বিশ ঘণ্টায় ১২ হাজার ২৯টি নমুনা পরীক্ষা করে রেকর্ড ২ হাজার ৫৪৫ জনের শরীরে করনোভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৫০ জনের। চব্বিশ ঘণ্টায় ৬০৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।

চব্বিশ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.৪৩ শতাংশ। মৃত্যুর হার ১.৩৮ শতাংশ; সুস্থতার হার ২০.৪৭ শতাংশ।

আক্রান্ত ও মৃত্যুর বেশির ভাগই ঢাকা বিভাগের, আরও সুনির্দিষ্ট করে বললে ঢাকা শহরের। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ।

বিশ্ব জুড়েই বাড়ছে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা। বিশ্বে মোট আক্রান্ত ৬০ লাখ ৬০ হাজার ছুঁই ছুঁই। আর মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ছুঁই ছুঁই। দেশ হিসেবে আক্রান্ত-মৃত্যুর উভয় তালিকাতেই শীর্ষে যুক্তরাষ্ট্র।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com