এ কেমন বন্ধি জীবন ? “করোনা জেল থেকে বলছি “
এ কেমন বন্ধি জীবন ? “করোনা জেল থেকে বলছি “ নজিরহোসেন সাবেক এমপি ১৪ মার্চ মাসে সুনামগঞ্জ গিয়েছিলাম ৷১৭ তারিখ ফিরলাম ৷ সেই ১৭ তারিখ থেকেই বন্ধি জীবন ৷গত ডিসেম্বরে উহান থেকে শুরু হওয়া কভিড ১৯ ভাইরাসটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ৷ ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস সনাক্ত হয় ৷বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের ব্যপকতাএবং ভয়াবহতা নিয়ে ইতিমধ্যে বিশ্ববাসীকে জানাতে শুরু করেছেন ৷ বিশ্বস্বাস্থ সংস্থা বিভিন্ন স্বাস্থ্য নির্দেশিকা জারী করেছেন ৷ আজ ১৮/০৫/২০২০ তারিখ এই করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা দিয়ে ভয়াবহতা আন্দাজ করা যায় ৷ তো আমাকে কেউ বন্ধি করেনি ৷স্বেচ্ছায় মূলত অদৃশ্য এক ভয়াবহ জীবানুর ভয়ে জড়সড় হয়ে নিজের ঘরে বন্ধি হয়ে আছি ৷ এক ভীষন ভীষন ছোয়াচে রোগ ৷ বিশ্বে (১৭/০৫/২০) পাচ ৪৭ লাখ ১৩ হাজার ২৬জন আক্রান্ত ৩লাখ ১৫ হজার ১৪৭ মৃত ৷এক ভয়াবহ চিত্র ৷ বাংলাদেশ আক্রান্ত (১৮/০৫/২০ )২২হাজার ২৬৮ মৃত ৩২৮ জন ৷আমি কি একা ?সেই প্রসিডেন্ট ট্রাম্প ,পুতিন ,জিন পিং, সৌদি বাদশা ,নরেন্দ্র মুদি আমাদের প্রধানমন্ত্রী সহ ৷সকল দেশের রাষ্ট্র প্রধানগন এবং সকল স্তরের মানুষ করোনা কারাগারে বন্ধি ৷৷সেই গ্রামের অজপাড়ার সুন্দর আলী ৷সুন্দর আলী আমার ও বিএনপির একান্ত ভক্ত ৷বাড়ী ধর্মপাশা উপজেলায় ৷১৯৯৬ সাল সপ্তম সংসদ নির্বাচনে আমি হেরে গেলে আাগামী নির্বাচনে আমি পাশ না করা পর্যন্ত চুল কাটবেনা বলে প্রতিজ্ঞা করেছিল ৷২০০১ সালে নির্বাচনে জয়ী হয়ে আমি তার মাথায় হাত বুলিয়ে দিলে পর সে চুল কাটে ৷সে ছিল ভূমিহীন কৃষক ৷ আমি ও দলের প্রতি তার ভালবাসার প্রতিদানে আমি তার ও আরো ১০০জন ভূমিহীনকে খাসজমি বরাদ্দ দিয়ে একটি আদর্শ গ্রাম করে দিয়ে ছিলাম ৷এই গ্রামটা দেখতে যেতে আমার দুর্দমনীয় ইচ্ছাটাকে বন্ধি করেছে কেভিড ১৯ ৷ আমার প্রিয় সহযোগী হোয়াটস এপে মেসেজ দিয়ে জানালো “বয়স ও শরীর অনুযায়ী আপনাকে কিন্তু করোনার খুবই পছন্দ ৷আপনার প্রেমে সে হাবুডুবু খাচ্ছে ৷আপনি কিন্তু ফাঁদে পা দিয়েন না ৷”কি করি বন্ধুর পরামর্শটা মেনে নিনাল ৷আর্থিক সংকটে গাড়ীটা বিক্রি করে দিয়েছি ৷এখন সভ্যতার উন্নত আতুর আমি ৷রিকস নিয়ে বাইরে বেরুতে সবাই মানা করে ৷ মাছ বাজার করতে যেতাম ৷ এখন একেবারেই নিষিদ্ধ ৷বয়সটা তো ৭০+৷এটা মানতে চাইতাম না ৷প্রচন্ড উদ্যমে ঘুরতে ফিরতে চাই ৷ আমি বুড়ো হয়ে গেছি কাদিরের সাথে এ নিয়ে প্রচন্ড বিতন্ডা হতো ৷ ২০১৮ সালের নির্বাচনটা আমি করতে পারবো না অনেকে এমন চাইতেন ৷ কিন্তু সাহস আর আদর্শের উপর ভর দিয়ে ৷আমরা জিয়ার আদর্শের সৈনিকরা একটা জিতে যাওয়ার নির্বাচন করেছিলাম ৷আমি এমপি হই নাই কিন্তু হেরেও যাইনি ৷আল্লাহর কাছে অনেক অনেক শুকর গোজার আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন ৷ আগে নামাজ পড়তামনা এখন নামাজ পড়ি ৷আল্লাহ আমার তওবা কবুল করুন ৷(করোনার আগে থেকেই নামাজ শুরু করেছিলাম ৷ ব্রিটিশ বিজ্ঞানী হকিং এর General Theory of everything বইটি পড়তে পড়তে চিন্তার অনেক মডেলই আমার বদলে যায় ৷ব্লাক হোল ও চুড়ান্ত বিন্দুর অস্থিত্ব চিন্তার নূতন ডাইনামিকস্ক তৈরি করে ৷৷আইনষ্টাইনে র THEORY OF RELATIVITY আমার মনে অনেক সংশয় জমা হয়েছিল ৷উপরোন্তু রেনেসা যুগের শিল্প বিপ্লবের কালে মার্কসবাদের অত্যান্ত ভালো ছাত্র ছিলাম আমি ৷ ডায়ইলকটিক্যল মেটেরিয়েলজম ও হিসটরিক্যাল মেটেরিয়েলজম নিয়ে ক্লাস করাতাম আমি ৷ করোনাভাইরাসের বিপদ কোথায়? বিপদ একটাই- খুব, খুব, খুবই ছোঁয়াচে এই ভাইরাস। এই “ছোঁয়াচে” শব্দটাই অভিশপ্ত! এতই ছোঁয়াচে যে, অতি দ্রুত, বুঝে ওঠার আগেই, সতর্ক হবার আগেই একাধিক ব্যক্তিতে ছড়িয়ে পরে রোগটি এবং পরে আরও বেশি হারে ছড়ানোর সুযোগ করে দেয়। নীরবে, চোখের পলক ফেলার আগে ছড়িয়ে পরতে পারে শরীর থেকে শরীরে! রোগীর ন্যূনতম সেবা করার লোকের অভাব পরে যায় খুব দ্রুত! হাসপাতালও জায়গা দিতে পারে না করোনা ভাইরাস আসলেই আমাকে বেকার করে দিয়েছে ৷আমি ২০১৮ সালের নির্বাচনের পর থেকেই বেকার ৷আমি হলাম রাজনীতিতে সার্বক্ষনিক কর্মী ৷ ঘুম থেকে উঠি ভোর ৪টায় ঘুমাতে যাই রাত ১১টায় ৷সেই ছোট বেলা থেকেই অভ্যাস ৷এটার ব্যত্যয় নেই ৷ঘুম থেকে উঠে দেশের কথা ,পার্টির কথা চিন্তা করে দিন কাটে ৷ তিন বারের এমপি ,সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সভাপতি, জেলা বিএনপির সম্পাদক পরে সভাপতি ৷ ,আন্দোলনের কালে ১৯৬৪ সালের পর রাজপথের আন্দোলনের কর্মী (১৯৬৪ সালে সিলেট এসেছিলেন প্রসিডেন্ট আইয়ুব খান ৷ছাত্র সমাজ সিদ্ধান্ত নেয় প্রেসিডেন্ট এর জনসভার বিক্ষাভ করবে ৷আমি ছাত্রইউনিয়নের কর্মী ৷সিদ্ধান্ত হয় গোপনে পুলিশের বেরিকেড ভেঙ্গে সভার ভেতর ডুকতে হবে ৷২টায় আমাদের কার্যক্রম শুরু হয় ৷ আমরা এক সাথে দাড়িয়ে “go back ayub khan “শ্লুগান দেই সাথে সাথে পুলিশি একশন ৷ লাঠি চার্জ৷ ৷জনতার পক্ষ থেকে তারপর শুরু হয় জুতার নিক্ষেপ ৷ মনে হয় অর্ধেক মানুষের পা খালি হয়ে গিয়েছিল ৷ আমি এক পুলিশে দুপায়ের ফাক গলিয়ে ওদের বেরিকেট এর বাইরে চলে আসি ৷অনেকই গ্রেফতার হন ৷ছাত্রইউনিয়নের সম্পাদক রেদওয়ান গ্রেফতার হয়৷সে ছিল আমার অত্যান্ত ঘনিষ্ট বন্ধু ৷ গোপন সিপিবির গ্রুপ সদস্য ৷রেদওয়ানের অবর্তমানে আমাকে ভারপ্রাপ্ত সম্পাদক নিয়োগ দেওয়া হল ৷শুরু হল আমার রাজনৈতিক জীবন ৷) ৷মিছিল মিটিং কর্মীসভা জনসভা মুক্তি যুদ্ধ ,,৭টি জাতীয় নর্বাচন ,গোপনে পার্টির কাজ, কত লেখালেখি ৪বছর আত্ম গোপন ,মুশতাক সরকারের বিরুদ্ধে শসস্ত্র সংগ্রাম ,এরশাদ আমলে জেল ,মস্কোতে ১৭ মাসের রাজনৈতি প্রশিক্ষন, বিভিন্ন কাজে বিদেশ গমন সংস্কার আন্দোনে ১০ বছরের রাজনৈতিক জেল (এই জেল থেকে বেরুতে কত কাজ যে আমি করেছি তা লিখলে বিরাট বই হবে ) এতো কাজের মানুষ হাতে কোন কাজ নেই ৷খেয়ে পড়ে বেচে থাকার জন্য ছোটখাট ব্যবসাতে দৌড় ঝাফ তাও নিষ্টুর করোনা বন্ধ করে দিয়েছে ৷ ৷ ( চলবে)