ত্রাণের জন্য চার গ্রামের মানুষের মহাসড়ক অবরোধ

0

ত্রাণের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন চার গ্রামের মানুষ। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের বটতলি এলাকার সড়ক অবরোধ করেন চার গ্রামের মানুষ। সেই সঙ্গে পশ্চিম শিবরামপুর, গোসাইপুর, নয়নপুর ও বড়াইল গ্রামের কয়েকশ ত্রাণবঞ্চিত মহাসড়ক অবরোধ করে রাখেন।

block

সড়ক অবরোধকারীরা জানান, ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কোনো ধরনের ত্রাণ বিতরণ হয়নি। ইউনিয়নের বেশিরভাগ লোক ইজিবাইক চালান। দিনে কয়েক ঘণ্টা ইজিবাইক চালিয়ে যা আয় হয় তা ইজিবাইকের মালিককে দিতে হয়। তাদের কাছে কিছু থাকে না। এ অবস্থায় কিভাবে চলবেন তারা। বাড়িতে তাদের খাবার নেই। বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছেন তারা।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাগফারুল আব্বাসী বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ত্রাণ দেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com