রেশন বাঁচিয়ে খাদ্য সহায়তা দিল সেনাবাহিনী

0

খাগড়াছড়ির দীঘিনালায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলদেশ সেনাবাহিনী দীঘিনালা জোন। 

সামাজিক দূরত্ব বজায় রেখে শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার দূর্গম ধনপাতা এলাকায় ২৪ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মধ্যে এসব খাদ্য দ্রব্য বিতরণ 
করা হয়। 

দীঘিনালা জোন কমান্ডার লে.কর্ণেল আদনান কবির জানান, সারাদেশে করোনা সংক্রমণ রোধে সাধারণ ছুটি চলছে। এতে বিপাকে পড়েছে হতদরিদ্র সাধারণ মানুষ। দীঘিনালা উপজেলায় সেনা সদস্যদের রেশনে একটি অংশ থেকে ৪৫০ হতদরিদ্র পরিবারে মাঝে চাল, ডাল, তেল,আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। 

ভবিষ্যতেও করোনাকালীন সময়ে পাহাড়ি এলাকায় হতদরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তিনি। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com