ডিজিটাল আইনে গ্রেফতার সাংবাদিকদের মুক্তির দাবি

0

ডিজিটাল আইন বাতিল ও এই আইনে গ্রেফতারকৃত সকল সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছে জাতীয়তাবাদী যুব ঐক্য দল।

বুধবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল আইনে সাংবাদিকদেরকে গ্রেপ্তার করে সত্য প্রকাশে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই আইন বলবৎ থাকলে সাংবাদিকরা নির্দ্বিধায় সাংবাদিকতা করতে পারবে না। সত্য প্রকাশ করতে পারবেনা। এতে গণতন্ত্র ক্ষুন্ন হবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা হচ্ছে সত্যের বাহক। তাদেরকে রুখে দেওয়া হলে দেশে কখনো সত্য প্রকাশ হবে না। আমরা মনে করি একটি স্বার্থন্বেষী মহল এই আইন কে অপব্যবহার করে সাংবাদিকদেরকে হেনস্থা করার চেষ্টা করছে। সেই মহলটি নিজের স্বার্থ হাসিল করতে আর যাতে কোনো সাংবাদিককে হেনস্তা করতে না পারে সেই জন্য এই আইনটি বাতিল করা দরকার।

এসময় তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাই অনতিবিলম্বে এই আইন বাতিল করতে হবে। এবং গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি দিতে হবে।

মানববন্ধনে জাতীয়তাবাদী যুব ঐক্য দল এর সভাপতি শহিদুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হালিম গাজী, সহ-সভাপতি মোহাম্মদ জুয়েল রানা, সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম চিশতী, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com