করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ৭০ হাজার ছাড়ালো

0

মহামারি করোনাভাইরাসে শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৭২০ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৪ হাজার ১৩৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৩ লাখ ২ হাজার ৭২৯ জনের মধ্যে ২২ লাখ ৫৩ হাজার ৭৭১ জন স্থির অবস্থায় রয়েছেন, যা মোট আক্রান্তের ৯৮ শতাংশ।

এছাড়া, বর্তমানে আক্রান্ত ৪৮ হাজার ৯৫৮ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ১৭ হাজার ৫৮৫ জন।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে, বাংলাদেশে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com