মে মাসে মারা যাবে ১০০০ মানুষ, আক্রান্ত ছাড়াবে ৫০০০০

0

চলতি মে মাসের মধ্যেই দেশে নভেল করোনা ভাইরাসে অন্তত ১০০০ মানুষের মৃত্যু হবে বলে জানিয়েছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

রবিবার (৩ মে) সচিবালয়ে করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ তথ্য জানানো হয়। 

আইইডিসিআর জানায়, আগামী ৩১ মে পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৮ থেকে ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে। একইসঙ্গে কোভিড আক্রান্ত হয়ে ১ হাজার মানুষের মৃত্যু হতে পারে।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ডা, জাহিদ মালেকের সভাপতিত্বে আরও অংশ নেন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এফবিসিসিআই ও পুলিশের মহাপরিদর্শকসহ আইইডিসিআর কর্মকর্তারা।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। এরপর মার্চ মাসে আক্রান্ত ও মৃত্যু নাগালের মধ্যে থাকলেও এপ্রিলের শুরু থেকেই প্রতিদিন ব্যাপক হারে বাড়তে থাকে সংক্রমণ। গোটা দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৪৫৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৭৭ জন, সুস্থ হয়েছেন ১০৬৩ জন। এর মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায়ই আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com