২৪ ঘন্টায় দেশে আরও ৫৬৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু বেড়ে ১৬৮

0

চব্বিশ ঘণ্টার হিসেবে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কমছে। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সবশেষ ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫ জনের; কভিড-১৯ এ শনাক্ত হয়েছে আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন।

নতুন মৃতদের তিনজন পুরুষ, দুইজন নারী। মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৬৮ জন; মোট আক্রান্ত ৭,৬৬৭।

এর মধ্যে আরোগ্য লাভ করেছেন ১৫০ জন। সবশেষ চব্বিশ ঘণ্টায় সেরে ওঠার খবর নেই।

চব্বিশ ঘণ্টার হিসেবে বুধবার মৃতের সংখ্যা ছিল ৮ জন, আক্রান্তের সংখ্যা ছিল রেকর্ড ৬৪১ জন!

করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে হালনাগাদ তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ছুঁই ছুঁই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com