করোনা কেড়ে নিচ্ছে বিশ্বের ১৫০ কোটি মানুষের কাজ

0

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে গোটা বিশ্বই মূলত লকডাউন অবস্থায়। সবাই ঘরবন্দী থাকায় সবচেয়ে সমস্যায় পড়া খাতগুলোর অন্যতম হলো শ্রম বাজার।

আন্তর্জাতিক শ্রম সংস্থা সতর্ক করে দিয়েছে যে, বিশ্বব্যাপী যত মানুষ শ্রমবাজারে যুক্ত আছে, এই মহামারির কারণে তাদের প্রায় অর্ধেক জীবিকা হারানোর ঝুঁকিতে রয়েছে।

আর এই সংখ্যা ১৫০ কোটি।

আইএলও বলছে, যারা অনানুষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে কাজ করে তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে।

খুচরা ব্যবসা এবং খাদ্য সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্টরাই ভাইরাস মহামারির ফলে লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইএলও হুঁশিয়ারি দিয়েছে যে, বিকল্প কর্মসংস্থান বা আয়ের সুযোগ না থাকলে এই কর্মীরা এবং তাদের পরিবারের বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। বিবিসি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com