বিশ্বজুড়ে করোনায় মৃত এক লাখ ৮০ হাজার ছাড়াল

0

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছেন ২৬ লাখেরও অধিক মানুষ। তবে সুস্থ হয়ে উঠেছেন সাত লক্ষাধিক।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৩ হাজার ২৮৩ জনে। আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ২৬ হাজার ৯২৯ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ১০ হাজার ২৮৫ হাজার মানুষ।

প্রাণঘাতী কভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার রাত পর্যন্ত দেশটিতে নতুন মারা গেছে এক হাজার ৭৩৮ জন। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৪৬ হাজার ৬৮৮ জন মানুষ। আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪০ হাজার ৮৯৭ জন।

মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি। দেশটিতে মারা গেছে  ২৫ হাজার ৮৫ জন। আক্রান্তে তৃতীয়স্থানে আছে দেশটি। সেখানে ১ লাখ ৮৭ হাজার ৩২৭ জনের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হয়েছে।

মৃতে তৃতীয় ও আক্রান্তে দ্বিতীয় স্পেন। করোনায় দেশটিতে মৃতের সংখ্যা ২১ হাজার ৭১৭ ছাড়িয়েছে। আর আক্রান্ত ২ লাখ ৮ হাজার ৩৮৯ জন।

এ ছাড়া ফ্রান্সে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১৮ হাজার ১১৫ জন মানুষ।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম দেশ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৩০০ ছাড়িয়েছে। দেশটিতে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৩ জন।

বুধবার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩,৭৭২ জন। মৃতের সংখ্যা ১২০ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com