করোনা হার মেনেছে যেখানে
ম্যাচ জয়ের অভিজ্ঞতা তাদের কম নয়। কিন্তু নতুন এক জয় পেলেন দুই ফুটবলার। যা বিশ্ব জয়ের চেয়েও আনন্দের। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন তারা। গত মাসের শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জুভেন্টাসের দুই ফুটবলার ড্যানিয়েল রুগানি ও ব্রেইস মাতুইদি। ইতালিতে যখন করোনায় লাশের ছড়াছড়ি সেখানে তারা সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। বুধবার আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে জুভেন্টাসের পক্ষ থেকে জানান হয়েছে রুগানি আর মাতুইদি পুরোপুরি করোনাভাইরাস থেকে মুক্ত। এই মহামারীর বিপক্ষে জয়ী হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন তারা। বিবৃতিতে লেখা হয়েছে প্রোটোকল মোতাবেক করোনাভাইরাসে দুটি পরীক্ষা করা হয়েছে দুই ফুটবলারের। তাদের এ পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। এখন আর রুগানি ও মাতুইদিকে বাধ্যতামূলক হোম আইলোশনে থাকতে হবে না। দুজনায় আবেগ আপ্লুত হয়ে বলেন, ধরেই নিয়েছিলাম করোনার কাছে হেরে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেও বেঁচে আছি। এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে।