বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ লাখ

0

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে। এদের অর্ধেক ইউরোপের বিভিন্ন দেশের। সরকারি সূত্রের বরাত দিয়ে বুধবার গ্রিনিচ মান সময় ১০০০ টায় এএফপি একথা জানায়।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২০ লাখ ৫৭৬ এবং মৃত্যুর সংখ্যা বেড়ে ১ লাখ ২৬ হাজার ৮৭১ জনে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইউরোপ। এ মহাদেশে ১০ লাখ ১০ হাজার ৮৫৮ জন আক্রান্ত এবং ৮৫ হাজার ২৭১ জন মারা গেছে। যুক্তরাষ্ট্রে এ মহামারি করোনাভাইরাসে ৬ লাখ ৯ হাজার ২৪০ জন আক্রান্ত হয়েছে এবং ২৬ হাজার ৩৩ জন প্রাণ হারিয়েছে। এ দেশটিতে সবচেয়ে দ্রুত করোনাভাইরাস ছড়াচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য থেকে এএফপি’র সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করে তৈরি করা এ পরিসংখ্যান করোনা ভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে। সূত্র : বাসস

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com