বই পড়ে সময় কাটে হেগেরবার্গের
গত বছর প্রথমবারের মতো নারী ফুটবলারদের দেওয়া হলো ব্যালন ডি’অর। সেই ট্রফি জয় করেছেন ফরাসি ক্লাব লিঁওর নরওয়েজিয়ান নারী ফুটবলার আডা হেগেরবার্গ। ক্লাবটির জার্সিতে চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন তিনি। নারী ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে দাবি করা হয় তাকে। বর্তমান সময়টা বেশ অস্বস্তিকর তার জন্য। করোনাভাইরাসের কারণে ফুটবল থেকে দূরে তিনি। তবে সময়টা কাজে লাগাচ্ছেন বই পড়ে। কেন ফলেটের ইতিহাসবিষয়ক বইগুলো পড়ছেন এ নরওয়েজিয়ান নারী ফুটবলার। তিনি এএফপিকে বলেন, ‘অবস্থাটা খুবই ভয়াবহ। সবকিছুই অনিশ্চিত।’ পাশাপাশি তিনি নারী ফুটবল নিয়ে বেশ চিন্তিত। করোনাভাইরাসের কারণে ফুটবল দুনিয়া বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ অবস্থা কেটে গেলে ছেলেদের ফুটবলও অর্থনৈতিক সংকটে পড়বে। সেক্ষেত্রে নারীদের ফুটবল যেন হারিয়ে না যায় সে ব্যাপারে সতর্ক করলেন আডা হেগেরবার্গ।